মানব জনম অনেক হলো দেখা
এবার হবো সাদা মেঘের ভেলা
গগন জুড়ে রবে আমার রেখা
বৃষ্টি হয়ে ঝরবো সাড়া বেলা।
সব জীবনে শীতল পরশ দেব
ফোঁটায় ফোঁটায় আঁখির পাতা ছোঁব
ভাবনা গুলোর সঙ্গী হয়ে রবো
সুখে-দুখে আমি সবার হবো।
সুখের দিনে দুহাত তুলে তোরা
মাতাল নাচে ভরে দিবি ধরা
দাগা পেলে নোনা বারি ধারা
নিরাকারে মিলবে বাঁধনহারা।
প্রেমিক মনে হব প্রেমের দোলা
অলীক মোহে কবি আত্ম-ভোলা
বর্ণহীনে ভাসিয়ে সব ভেলা
জীবনপুরে নেবো এই বেলা।