অযুত বছর তোমার অপেক্ষায় আছি।
তুমি বলেছিলে,
কোনো এক সূর্য ওঠা ভোরে
যখন হিমেল হাওয়ায় শিউলি ফুলেরা
মাটিতে কোমল পরশ বুলায়,
যখন দিগন্তে শুক তারাটা তার শেষ ঝলক দিয়ে
হঠাৎ কোথাও লুকিয়ে পড়ে -
তখন তুমি আসবে।
আমি তাই আকাশপ্রদীপ জ্বালার আগে
আমার নয়ন প্রদীপ জ্বালাই
যেখানেই আমার দৃষ্টি পড়ে,
আঁধার কেটে আলো প্রকাশ পায়
একে একে সব স্পষ্ট হয়ে ওঠে।
শুধু যে ছবিটি আমার এত আপন-
যার জন্য অপেক্ষারা দাপিয়ে বেড়ায় ঊর্ধ্বশ্বাসে
সেই তোমাকেই আবিস্কার করি ভগ্ন আশার বদ্ধ ঘরে।
তুমি বলেছিলে,
"দেখে নিও একদিন ঠিক আসবো "
অযুত বছর কেটে গেল, তুমি আর কবে আসবে?
যখন একে একে সবগুলো চুল সাদা হবে
মাথার উপর জমবে শুভ্র তুষার স্তুপ -
যখন দো-পেয়ে থেকে তিন পা হবো,
ছড়ির ফলার আওয়াজ হবে আমার দেখার জ্যোতি
মেরুদন্ড হবে অর্জুনের গাণ্ডিব-
তুমি কি তখন আসবে? আর কত প্রতীক্ষা?
অযুত বছর কেটে গেল, তোমার অপেক্ষায়।