নিয়তির হাতে আরো কত মার খাবি বল,
উঠে দাড়া মন শিরদাঁড়া সোজা করে চল।
সমুখের পানে দৃষ্টি রাখ্ ওরে সুনির্মল;
ভুলে যারে তুই পিছু টানেরও মায়া ছল।
মায়া প্রপঞ্চক হায় জুয়া খেলে অবিরল;
তুই কেন ওরে ঘুঁটি হবি তার প্রতি পল?
তারে ফেলে আয় আপন পথে হ অবিচল।
দয়া ভিক্ষা নয় আছে যতদিন বাহু বল।



প্রপঞ্চক> প্রপঞ্চময়> মায়াময়> ছলনাময়