কার্ দোষ ধরো গো তুমি আর
কারে করো দোষী
নিজের ত্রুটি ভুলে তুমি
পর্ কে ধরো কষি??
নিজের চোখে ময়লা কত
দেখছো না তা চেয়ে
পরের চোখে আঙুল দিয়ে
ভুল ধরো গান গেয়ে!
জীবনটাকে রঙ্গমঞ্চ
বানাও ক্ষণে ক্ষণে
পরের জীবন উচ্ছন্নে যায়,
ভাবনা জাগে মনে!
নিজের ভালো'র খোঁজ রাখ না
পরের ভালোয় জ্বলে
পরের ভালোয়, কপাল চাপড়াও
ভাগ্য কাকে বলে!
নিজের কাজে ফাঁকি রেখে
পরকে দেখাও রাস্তা!
ভাত খেও না খাও রে রুটি
পাস্তায় সারো নাস্তা।
উঠছে যেজন টানছো তারে
জোর্ লাগাকে হেই ও...
তোমার চেয়ে ভালো হবে
সহ্য হয় না সে ও!
অমুক কেন সুন্দর হবে?
তমুক কেন আগে?
এর কথা ওর কানে লাগাও
দ্বন্দ্ব যাতে লাগে।


ভালো মন্দ মিলে মানুষ
হায় জানো না তা কি!
তুমি শুধু মন্দ বাসো
ভালো রাখো বাকি।