কাঁদাও মোরে কাঁদাও প্রভু
আঁখির নীরে ভাসাও প্রভু
কাঁদাও মোরে কাঁদাও প্রভু।।
জীবন গেল রঙ্গ রসে
লাভ ক্ষতির হিসাব কষে
ব্যথা বাড়াই নিজের দোষে
আমার জ্ঞান ফেরেনা তবু।
কাঁদাও মোরে কাঁদাও প্রভু।।
আপন দুখে গভীর দুখী
কাজের ঘরে রইল ফাঁকি
কেবল সুখে' আশায় থাকি
কেমনে সুখ মিলাই বিভু!
কাঁদাও মোরে কাঁদাও প্রভু।।
খানিক আরো দহন করে
শুদ্ধ করো কলুষ হরে
নিত্য মম চিত্ত ধরে
রাখো চরণ 'পরে হে প্রভু।
কাঁদাও মোরে কাঁদাও প্রভু।।