আমার অপেক্ষা ফুরোবে না কোনদিন
পথ চাওয়ায় যে কষ্ট আছে তৃষ্ণা আছে
তাকে আমি সুখ ভেবে ভালবেসেছি
তাই এই পথ চাওয়াতেই সার্থকতা
এ কভু শেষ হবার নয়- অন্তত আমি চাইনে।


চুম্বক ও চৌম্বক পদার্থ যতটা সময়
পরস্পর থেকে কিছু দূরে থাকে
ততক্ষণ এদের মধ্যে আকর্ষণ তীব্র থাকে
মিলিত হলে আর তার অনুভব হয় না
দূরত্বে মোহ আকাঙ্খা স্বপ্ন প্রেম সবই থাকে
মিলনে সবের বিলুপ্ত হবার ভয় থাকে।


ভয় নয়, প্রেম চাই, অনন্তকালের পবিত্র প্রেম।