যতই তোরে তাড়াই আমি
ততই আসিস ফিরে ফিরে
কি সুখ তুই পেলি রে বল্
আমায় এমন জ্বালা দিয়ে।।


ডাক্তার বদ্যি বেঁটে খেলাম
তবু না তোর খবর পেলাম
কবে কখন ছাড়বি রে বল্
পোড়া দেহের ফুরালো বল
আর কি কভু সতেজ হবো
না কি এমন মরেই রবো
কিছুতে যে পাই না বুঝে
দিন যাবে কি ক্ষয়ে ক্ষয়ে।।


আমি কি তোর এতো প্রিয়
যা ঘটে তার সব কি শ্রেয়
শুকনো পাতা আপনি ঝরে
ঝরা পালক হাওয়ায় ওড়ে
জীবনলীলা সাঙ্গ ক'রে
ঝরে যদি সুখ কয় তারে
সবুজ পাতা পড়লে খসে
কেমন করে নিই গো সয়ে।।