ওগো দখিন হাওয়া ওগো ব্যস্ত পথিক
এতো তড়িঘড়ি ক'রে চলেছো কোথায়??
এতো কিসের তাড়া গো! একটু বিরাম নাও;
ভালবেসে তোমারে যে জড়াব মায়ায়।


আমারো আশা জাগে দিগন্তে হারানোর
ছুঁড়ে ফেলে যতো নিয়মের করিডোর ;
সকল বাঁধন টুটে    দুর্নিবার গতিতে
ছুটে যেতে অচিনে আমারো প্রাণ চায়।।


তুমি যে তুফান তোলো আবার ফুল ফোটাও
সব ঘাটে ভিড়েও কোথাও বাঁধা নও;
কর্মী হয়ে যে থাকো   ফলের মোহ না রাখ
এমন আশা জাগে আমারো মনে হায়।।


পাখা পেলে আমিও তো উড়ে যেতে পারতাম
যেখানে খুশি সেখানে হারিয়ে যেতাম-
পাখা যে নেই তাই-তে  তোমা' সঙ্গ চাইতে
উদাসী হ'য়ে থাকি নেবে কি গো আমায়?