রতন খুড়ো মন্ত্রী জেনো
কেবল করেন হম্বি-তম্বি;
হ্যান করেগা ত্যান করেগা
হাঁকেন তিনি আকাশ চুম্বী।


তিনি সব কাজেই ভীষন পাকা
ফলাফল তার অষ্টরম্ভা
গঞ্জে গিয়ে মঞ্চে উঠে
ভাষন তোলেন বেজায় লম্বা।


মুখ বাঁকিয়ে চোখ পাকিয়ে
তর্জনীটায় গোল পাকিয়ে;
বলেন তিনি ঘাড় ফিরিয়ে
আছে কেউ শক্তিশালী আমার চেয়ে?


ইচ্ছে হলেই কামান দেগে
করতে পারি নিঃশেষে সব ধ্বংস;
সব ব্যাটারেই চিনি আমি
জানি সব ব্যাটারই বংশ।


আবার যখন কাজের সময়
রতন খুড়োর হ্যানা ত্যানা;
দেশ নীতি কি সহজ কথা!
না বুঝে লোকে পাড়ে প্যানা।


এইতো সেদিন পথের ধারে
রতন খুড়ো চেঁচিয়ে বলে,
রইতে নারি ঠাণ্ডা ঘরে
যদি তোমরা ভাসো চোখের জলে।


ওঠে গগন ফুঁড়ে জয়ধ্বনি
রতন খুড়ো মন্ত্রী জানি;
শোনো তবে আকাশ বাণী
রবে খুড়োর পদধ্বনি।


দেশে অভুক্ত সব মানুষ মরে
তাইতে তাঁর অনেক কষ্ট বুকে
ভাষন শেষে তাই ঘরে ফিরে
চিকেন খেলেন মহা সুখে।।