আজি সন্ধ্যার বরিষণে সখা
খেয়ালি ধেয়ানে মনের গোপনে তোমায় চাই।
আসো কিনা আসো তবু তোমারই
আশায় আশায় বর্ষামুখর কাল কাটাই।
রিমঝিম এই রুপালি ধারায়
শিহরিয়ে জাগে তনু-মন-প্রাণ পরম সুখে।
ঝরঝরঝর ঝরে অবিরাম
অপলক আঁখি চেয়ে চেয়ে থাকি নভোভিমুখে।
ঘোলাটে আকাশ গোলকীয় তল
ঘনছায়াসম, সাদাকালো ভাসা মেঘ বিহীন।
বাতাসে উড়িছে কুয়াশার মত
কিছু ফোঁটা স্থূল, নজর এড়ানো ক্ষমতাহীন।
পিচঢালা পথে নূপুরের ধ্বনি
সুর তোলে কানে- যেন পরিচিত সে পদ ধ্বনি।
এরে আমি চিনি বহুযুগ ধরে
এর তরে আমি চকিত নয়নে স্বপন বুনি।
স্নিগ্ধ পরশে ধুলোবালি ধুয়ে
সজীব সতেজ গাছের পাতারা আন্দোলিত;
অযাচিত ভারমুক্ত শাখারা
নিবিড় শান্তি চারিপাশে যেন ধীরে ব্যাপিত।
সান্ধ্যকালীন বরষায় ওগো
তব অনুভব আমাকে ভুলায় বাস্তবতা,
অবশ চেতনে ও অবচেতনে
মিশে থাকি আর ভাঙি নি'সঙ্গ নির্মমতা।