শান্তি খুঁজেছি আমি দুখিনী মায়ের মুখপানে চেয়ে
শান্তি খুঁজেছি আমি বাবার অক্লান্ত পরিশ্রমী ঘর্মগন্ধ গাঁ'য়ে।
শান্তি খুঁজেছি আমি বড় ভাইয়ের কপালের চিন্তার ভাঁজে
শান্তি খুঁজেছি আমি অভুক্ত বোনের করুণ আঁখির চাহনি মাঝে।
শান্তি খুঁজেছি আমি বৌদির হাতে বানানো এক পেয়ালা গরম চা'য়ে
শান্তি খুঁজেছি আকাশ-বাতাস, সাগর-নদী, শহর আর গাঁয়ে।
কোথায় শান্তি! কোথায় শান্তি! শান্তি পাইনি মাথা খুঁটে ঘেমে-নেয়ে
শান্তি পেয়েছি অনুভবে মোর সংগ্রামী গান গেয়ে।
সলতে র মায়া থাকলে তাতে দীপ্তি লাভ হয় না
আরাম প্রিয় দেহে কভু ভাগ্যচন্দ্র কিরণ দেয় না।
ব্যর্থ আশে অদৃষ্টকে দুষে অনেক রজনী করেছি পাড়
সহসা আমি জেনেছি মোরে পেয়েছি শান্তির দ্বার।
সকলের মুখের হাসি হবো আমি সবারে ভালো রাখবো
একা বাঁচাকে জীবন বলি না সকলে মিলে বাঁচবো।
ঘৃতের দহন হলেই তবে প্রদীপ আলো দিবে সবে
আমারে দহে শান্তি আনবো শান্তি পাবো তবে।