শিক্ষাগুরু হতে এসেছি আমি শিক্ষক হতে নয়;
দান দিতে এসেছি আমি মূল্য নিতে নয়।
দুনিয়ার যে মহা দান- সে দান বিদ্যাদান;
পরীক্ষার্থী নয় বিদ্যার্থী হবে সবে বিদূর সমান।
শুধু বাংলা ভূগোল গণিত বিজ্ঞান ইতিহাস শিক্ষা নয়;
নীতি কথা সততা নিষ্ঠা ভক্তি সাধনার অধ্যবসায়।
জীবন রণভূমে লড়তে হবে জানো যুদ্ধ শাস্ত্র;
হাত বাড়াও প্রাণ খুলে নাও অস্ত্র- মগজাস্ত্র।
নয়নের পর্দা সরাও আঁখি মেলে চাও;
স্বপ্নের বীজ বুনে দেব সেথায়, তাতে ফসল ফলাও।
খোলো, মনের দুয়ার খোলো- প্রেমের পাঠ দেব ভরে;
আপনার চেয়ে আপন ক'রে তোমরা লবে পরস্পরে।
নিজের সুখ খুঁজবে না তুমি অপরে সুখী করবে;
আপন কষ্ট চাপা পরে রবে, পর বেদনায় হারা হবে।
হৃদয় জমিন খনন করো, সারল্য হবে রোপণ;
এমন মাধুর্য ছড়াবে সেখানে খ্রীষ্ট সরল যেমন।
হাত দুটি বাড়িয়ে ধরো- ভূমি সমান্তরাল;
ধনী-দরিদ্র, উঁচু-নিচু, ভেদাভেদ করো অন্তরাল।
সকল মানুষ সমান জেনো একই মায়ের সন্তান
ভালো-মন্দ সবে কিরণ দেয় রবি; করে না ব্যবধান।
সব শেষে আত্মা নির্মল করো- মন্ত্র দেব পুরে;
মানবতার মন্ত্র মানুষ যন্ত্রে রবে অনন্তকাল ধরে।
ধর্ম জানো সূক্ষ্ম বিচারে দিব্যজ্ঞান দিয়ে
ধর্ম-জ্ঞান-প্রেম বন্ধনে বাঁধে না; আসে মুক্তির বারতা নিয়ে।
দিব্যজ্ঞান মেখে দেই আজ ধরো তৃতীয় চক্ষু মেলে;
ধীর-স্থির রবে শান্তি-সংগ্রামে এই জ্ঞানের বলে।
এর চেয়েও শ্রেষ্ঠ যে জ্ঞান কাণ্ডজ্ঞান কয় তারে,
না থাকলে তাই প্রতি পদে খাবি খাবে, তুলবে না কেউ ধরে।
শ্রেষ্ঠ হওয়ার প্রতিস্পর্ধা কোরো না, উত্তমের প্রয়াস করো;
আপনি মহান হবে একদিন নিজ কর্ম আঁকড়ে ধরো।
জগতের উপর বিজয় লাভের চেষ্টা কোরো না কভু;
মানব মনে উড়াও বিজয় কেতন, আশিষ দেবেন বিভু।
আপনি ভূবন চরনে লুটাবে, বাঁধা-বিঘ্ন আধার টুটাবে;
জীবন একদিন ফুরিয়ে যাবে, তবু তুমি অন্তিমেও বেঁচে রবে।