আমি স্বপ্নের ফেরিওয়ালা
স্বপ্ন করি ফেরি
যার যেমন স্বপ্ন লাগে
আছে ঝুড়ি ঝুড়ি
হরেক রকম স্বপ্ন আছে
সপ্ত রঙে রাঙা
শীতলতা বিলিয়ে যাই
বেয়ে স্বপ্ন ডিঙা
যেমন ইচ্ছে স্বপ্ন নাও
যত খুশি তত
স্বপ্নের আবেশে প্রশান্তি আসুক
জুড়িয়ে যাক ক্ষত
অমূল্য এই স্বপ্ন গুলো
দুচোখ জুড়ে নাও
ইচ্ছে গুলো ডানা মেলুক
অনেক দূরে যাও-
পাওয়ার মাঝে সুখ আছে
না পাওয়াতে সুযোগ
ছোট্ট একটি পদক্ষেপে
দুঃখ হবে বিয়োগ।