গান ধরেছে খান বাহাদুর
আকাশ ফেটে উঠছে সুর।
চিকন সুরে চিবোয় মাড়ী
হারমোনিয়ামটা বাজছে ভারি।
আ-আ ক'রে রেওয়াজ তোলে
মাছ গুলো সব লাফায় জলে।
বাতাস কাঁপে গানের তানে
মানুষ গুলোর তালা কানে।
গাঁয়ের কুকুর গুলি সব ভিড় করেছে
সুর মিলিয়ে গান ধরেছে।
পাড়ার লোকে আজ বেজায় চটে
কাজ-কর্ম সব যাচ্ছে ঘেঁটে।
গান থামাও তা বলবে কে?
খান বাহাদুর বড্ড রাগী যে!
শেষে কালো এক বিড়াল ছানা
লাফিয়ে গিয়ে দেয় হানা!
কালো বিড়াল অতি অশুভ যে!
বেসুরো আসড় ভাঙ্গে শেষে।