তেরশত রক্তের নদীর বিনিময়ে
কিনেছি একটি শব্দ- স্বাধীনতা।
লক্ষ শহীদের পুন্য দানে
লভেছি একটি শব্দ - স্বাধীনতা।
আমার জননীর লুন্ঠিত সম্মানে
পেয়েছি একটি শব্দের অধিকার- স্বাধীনতা।
বজ্র কন্ঠের বজ্রাঘাতে জিতেছি
একটি সু-সজ্জিত বর্ণমালা- স্বাধীনতা।
তেইশ বছরের করুণ ইতিহাসের নির্যাস
নিয়েছি দু-হাতে- স্বাধীনতা।
পাক সেনার নাগপাশ থেকে ছিনিয়ে এনেছি
একটি শব্দ - স্বাধীনতা।
বঙ্গবন্ধুর সাহসী তর্জনী হতে সঞ্চালিত
যে শব্দ- সে আমার স্বাধীনতা।
বাঙালির সাম্যবাদী চেতনায় মিশেছে
যে শব্দ- সে আমার স্বাধীনতা ।
এ জাতির সংস্কারে; প্রতিটি রক্ত কনায়
মিশে আছে একটি শব্দ - স্বাধীনতা।
পিতার শাসনে মাতার স্নেহে, মাটির গন্ধে
পেয়েছি যে শব্দ - সে স্বাধীনতা।
পাখির কলতানে, সবুজের সমারোহে, সোনা ফলা মাঠে
মিশে আছে যে শব্দ- সে স্বাধীনতা ।
আমার চলনে বলনে, কলমের কালিতে
ঝংকারিত যে শব্দ - সে স্বাধীনতা ।
আমার সুখে-দুঃখে, জীবনের আলো-আধারিতে
উজ্জ্বল ধ্রুব তারার মত যে শব্দ- সে স্বাধীনতা ।
আমার সংকল্পে আমার এগিয়ে চলায়
মিশেছে একটি শব্দ - স্বাধীনতা।
স্বাধীনতা - তুমি আমার অমর প্রেম অক্ষয় অহংকার।।


বি.দ্র. কবিতাটি পূর্বে  "অন্য প্রকাশ" এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত অনলাইন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।