আমার দুয়ারে এসেছে ব্যথার সাজি সেজে নবরূপে
আমি তো দরজা খুলেই রেখেছি
পরাণের মাঝে আসন পেতেছি
ব'রে নিতে তারে চিরদিন তরে জ্বলতে অনল তাপে।
আমার ভুবনে স্বাগত তোমারে হে চিরন্তন পীড়া
যতটুকু সুখ, হয়ে যাক নাশ
ভগ্ন হৃদয়ে এই অভিলাষ
বজ্র আঘাতে করো চুরমার সুখের ঘরের আড়া।
আমি যে সেঁধেছি বেদনার সুর পাঁজরের হাড়ে হাড়ে
সে সুর আমার বাজে ক্ষণে ক্ষণে
ঝরে টুপটাপ নয়নে নয়নে
চরণ ভিজায়ে বসো দুখোরাজ মলিন হৃদয় জুড়ে।
আমারে দেখাও মুরতি তোমার দেখি কদর্য কত
অনিমেষ আঁখি চেয়ে চেয়ে দেখি
কত জ্বালাতন সয় প্রাণ পাখি
হাঁসফাঁস করে বাঁচে নাকি মরে সয়ে অগণিত ক্ষত।