সময় অতি সামান্য যে
বিবাদ করি তার ফুসরত কই?
তাই বিভেদ না করে যেন
মোরা প্রেমের বাঁধনে রই।
কার্ বা সনে দ্বন্দ্ব করি
কারে বাঁধি বল প্রেমে?
কারে দূরে ঠেলে দেব
কারে নেব মনোধামে?
আপন আপন করি কারে
আপনার কেবা আছে ভবে?
পর্ ভেবে দূর্ করি যারে
না জানি সে নিজ্ হয় কবে!
মনের আগল খুলে ফেলে
প্রসারিনু মোর দুই বাহু,
আপন পরের দ্বন্দ্ব ভুলে
হেথা ছন্দ আনুক বহু।
দু-দিন তরে জগত 'পরে
এলাম মানব-শিশু হয়ে
যাবার যখন সময় হবে
মরি যেন মানুষ হয়ে।
লোকে যেন বলতে পারে
বুক ভাসায়ে নয়ন জলে
মানুষ একটি ছিল বটে
আর হবে না ধরাতলে।
আমায় লয়ে গর্ব করুক
ভ্রাতা-ভগ্নি-বন্ধু সবাই,
মাতা পিতা ভক্তি সদা
অটুট থাকুক এটুকু চাই।
গুরু জনের চরণ ধূলি
ললাট মাঝে ধারণ করে
দূরের মানুষ কাছের হবে
বাঁধা রবে প্রেমের ডোরে।