মানব লজ্জা পাও তুমি
মুখের উপর টান লম্বা অবগুণ্ঠন।
অবনত হোক মস্তক তব। বিস্মৃত তুমি;
করেছ আপন অস্তিত্ব হরন।
ধর্ম ভুলেছ মানব তুমি
হয়েছ ধর্ম সংজ্ঞা হারা।
জন্মে কেউ মানুষ নয়, জানি
মনুষ্যত্ব ছাড়া।
ধর্ম তাই- যাকে করি ধারন
মানুষ যদি তবে রবে মানবতা।
এ অমোঘ সত্য; ভুললে কেন, কী কারন?
একি কেবলই অজ্ঞানতা!
ধিক তোমারে মানব সন্তান
স্বার্থপরতার বেড়াজালে বেঁধেছ মনুষ্যত্ব।
মিথ্যা মোহে জীবন করেছ মহাশ্মশান;
পূর্ণ হতে চেয়েছ যত ততই হয়েছ রিক্ত।
তবু তুমি অচেতন, অলীক দর্পধারী
নির্মম নির্লজ্জ-বেহায়া।
আঁধারে হাতড়ে মরো, আত্মঘাতী।
আলো ভাবো দেখে আলেয়া।