আমি যেন কার পথ চেয়ে থাকি
নানা রঙে চোখে তার ছবি আঁকি।।


চকিত আঁখিতে তৃষিত পরাণে
কারে আমি খুঁজি কেবা তাই জানে
আসে কি না আসে ভাবি শুধু বসে
ভাবনার ঘরে দেই না গো ফাঁকি।।


এবারে সখারে যদি কাছে পাই
বাঁধিব বাঁধনে ছাড়াছাড়ি নাই।।
আকুল আঁখিতে দিবস রজনী
বাসনা, হেরি সে হৃদয়-হরণী
মনোবীণা তারে বাজে সুরে সুরে
কে যেন গো দ্বারে করে ডাকাডাকি।।