তুমি এসে ছিলে
অন্ধকারে আলোর মত
দিগভ্রান্ত মাঝিমাল্লার দলে;
স্রোতের টানে ভাটির দেশে।


তুমি এসে ছিলে
দিতে শান্তি সংগ্রামের বাণী
অশান্ত প্রতিকূল পরাধীন মানবের ভীড়ে;
আলোক বর্তিকা হাতে, তম নাশের আশে।


তুমি এসে ছিলে
হয়ে আলোর দিশারী,
ঠাঁই নিয়েছিলে সবাকার হৃদয়ের কোঠরে;
শোষিত এই লাঞ্চিত মানুষে ভালবেসে।


তুমি এসে ছিলে
ওগো বাংলার বন্ধু,
বাঁচাতে বসুধারে শৃগালের কবল হতে;
জাগাতে বাংলার ঘুমন্ত মানুষে।


তুমি এসে ছিলে
হে জননীর শ্রেষ্ঠ সন্তান,
মাতৃভূমির সকল ক্লেশ লাঘবের তরে;
দিয়েছ স্বাধীনতা, দীর্ঘ কালো রজনী শেষে।