কালান্তে সব নাকি ভুলে থাকা যায়?
সব নাকি ঠাঁই নেয় স্মৃতির পাতায়?
অতীত কেবল নাকি পশ্চাতে থাকে?
সে নাকি কখনো আসে না আর সমুখে?
তবে কেন মম চোখে ভেসে ভেসে ওঠে?
কেন কথা কয় বসে পরাণের গোঠে?
কর্ণযুগলে শুনি আমি কার বাণী,
সে কি তুমি নও? ঐ যে চরণ ধ্বনি
ঐ যে ছড়ির আওয়াজ শুনি আমি
সে আর কেউ না শুধু তুমি তুমি তুমি
সফেদ দেয়ালে তুমি হাসিমাখা মুখে
হাতছানি দিয়ে ডাকিছো আমারে বুকে
ভেবেছো কি আমি শুনিতে পারিনি তাই
শুনেছি তো আমি বুঝেছি গো সবটাই
তুমি যে হওনি অতীত, হবে না কভু
বাবা প্রিয় বাবা তুমি নাই, আছো তবু।