কে গো তুমি ভোরের পাখি
চলেছ একা তরী বেয়ে
মধুর সুরে ডাকি ডাকি
মধুর যীশু নাম গেয়ে।
তোমার কণ্ঠে গুণ গান
শুনি রাত্রি শেষের ভোরে
গীত সুধায় পূর্ণ প্রাণ
হরষে হিয়া ওঠে ভরে।
সুরের পাখি শোন আর্তি
মম ঘাটে তিষ্ঠ ক্ষণিক
গাও আরো মিলায়ে ভক্তি
হবে মনে শান্তি অধিক।
যেই নামে জগত জাগে
যে নামে নরে মুক্তি আনে
আজি তাই অরুণ রাগে
গাও উচ্চরবে এ স্থানে।
তব কণ্ঠে কণ্ঠ মিশায়ে
গীত গাহি এই লগনে
ঐ নামে ভুবন ভরায়ে
ব্যথা নাশি সব পরাণে।


ওগো রাজন গুণধাম
বিশ্ব চরাচরের পতি
ধরণী পরে অবিরাম
ক্লেশ নাশি বর্ষাও শান্তি।