তোমার-আমার এই চরম প্রেমানন্দ দেখে
বিরহীরা ফের প্রেমে পরতে শেখে
তাঁদের প্রিয় মানুষের ‘লাল লজ্জা’ দেখে
নিকোটিনে পুড়ে যাওয়া ঠোঁটে ‘কামনা মাখে’!


এখন বুক পকেটে ‘লালফুল’ নিচ্ছে বিরহী ছেলেটি
আবারও আয়না দেখে ‘লালটিপ’ পরছে সেই মেয়েটি
আমাদের কামনার অনুভূতিতে ভরেছে ব্যস্ত শহর
দিনে দিনে দীর্ঘ হচ্ছে আমাদের প্রেমের নহর


এই প্রেম নহরে তুমি-আমি যখন ‘মাখামাখি’
আমরা দু’জনে ‘কামনার রূপ’ করবো দেখাদেখি
প্রেমানন্দে যখন এই শহরের মানুষ করবে ‘ভুল’
আবারও ভিন্ন শহরে ফোটাবো ‘প্রেমের ফুল’


রচনাকাল: রাত ০১.০১
০৩ ডিসেম্বর ২০২০
দৈনিক দখিনের মুখ