তোমার রূপে আজও হয়েছে চাঁদের উদয়
অসীম জোছনায়, পরীরা ফের মুখ লুকায়।
আমার অদেখায়, চাঁদে রূপের ঝড় বয়ে যায়।
আজ হয়েছি শঙ্খচিল, উড়ে ছোব বলে তোমায়।


চাঁদের মনোহরা গন্ধে, পাখির কামনা চমকায়।
সর্বগতিতে উড়েও আজ, প্রেমের পথ না ফুরায়।
শঙ্খচিল ডানা ঝাপটায়, আওয়াজ শুনতে কি পাও?
তবে আলোর গতিতে, পাঠাও প্রেমের নাও!


রাত ১২.৪২
১৪ জুলাই ২০২২
বরিশাল।