বৈশাখের হিমেল হাওয়ায়, উড়ছে আমার চুল
তোমার অপেক্ষায় ফুটেছে আজ, প্রেমবিরহের ফুল।
ফুলের রঙে দেখাবো হাসি, তোমায় জনমে জনম
তুমি যদি পাশে না থাকো, বৃথা বেহেশত গমন।


আমার পদচিহ্ন ছুঁয়ে যাবে তুমি, মহাবিশ্বের সর্বত্র
উসকো চুলে দেখাবো তোমায়, জীবনের বৈচিত্র্য।
যদি পরকালেও আমি স্বেচ্ছায় যাই মরে
কসম করো সেথায় যাবে, এক পলকে উড়ে।


রাত ১১.৪৪
২৩ এপ্রিল ২০২২
বরিশাল।