তিলোত্তমা, তুমি শুনতে পাচ্ছ?
এই পৃথিবীর প্রাণের হাহাকার!
বা বৈশাখী ঝড়োহাওয়ার আর্তনাদ?


এমনিভাবে আমার যৌবনে যখন গ্রীস্মের উত্তাপ বইছিলো
তখন কালবৈশাখী রূপে প্রেমের ঝড়োবৃষ্টিতে ভিজিয়ে দিয়েছিলে।


তুমি জানো, কালবৈশাখী প্রকৃতিতে দীর্ঘক্ষণ টিকে থাকে না।
দ্রুত তাণ্ডব চালিয়ে ভিন্ন জনপদে চলে যায়।
ঠিক যেমন আমাকে লণ্ডভণ্ড করে পালিয়েছ।


তিলোত্তমা, তুমি প্রকৃতির ভাষা বুঝতে পারো!
অথচ প্রেমের ভাষা বুঝলেনা!!!
অদ্ভুত!!!


এদিকে, নাছোড়বান্দা প্রেমিক অদ্যাবধি তোমার প্রেম প্রত্যাশী!!!
ওই চুলের গন্ধে, প্রেমময় নয়নে প্রত্যেক মুহূর্তে আমার সুখ দেখি!
ভালোবাসা দেখি!!!


তাইতো এই 'কাফের প্রেমিক' আজও তোমার গন্ধ খুঁজে বেড়ায়
সেই স্নিগ্ধ গন্ধ! প্রেমের গন্ধ!!!


রাত ২.৩৮
১৯ এপ্রিল ২০২০
শুকতাঁরা, বরিশাল।