প্রণয়িনী, তুমি হারিয়ে যাওয়ার পর
আজ পর্যন্ত প্রেমে পড়ি নি!


কি বিশ্বাস হচ্ছে না?
সত্যি বলছি, তবে মোহে পড়েছি।
প্রায়শই পড়ি,
রাস্তায়, শপিংমলে একপলকে অগণিতবার!


আচ্ছা, প্রেম আর মোহের পার্থক্য বুঝতে শিখেছো?
প্রেমে পড়া আর মোহে পড়া এক নয় কিন্তু
প্রেম হয় ‘স্থায়ী’ আর মোহ ‘ক্ষণস্থায়ী’।


জানো, আজকাল আবারও প্রেমে পড়তে মন চায়
ভয়ও হয়...
অবশ্য ‘দ্বিতীয়বারের প্রেমকে’ হারানোর ভয় নয়
তোমার স্মৃতি, তোমার ‘অতীত ভালোবাসা’
এগুলো তুমি আজও নিয়ে যেতে পারো নি!!


তুমি জানো?
আজকে রাতেও যে আমাদের মিলন হবে!!
হাসনাহেনার ঘ্রাণে আজও চোখে চোখ রাখবো!!
করবো ‘আমরণ প্রেম’!


এমন প্রেম কে হারাতে চায়...
বলো?


রাত ০২.০৩
০৬/১১/২০১৯
১১৮ সদর রোড, বরিশাল।