তোমার সুরে পথ হারিয়েছি…
নদীর তীরে হাঁটি… নিরুদ্দেশ!
পিছনে ফেলে এসেছি
জীবনের রঙিন স্বপ্নের শবদেহ,
সে এখন আর ডাকে না…
তবু, তার গন্ধ থেকে গেছে পাঁজরে!
একবুক তৃষ্ণা…
সূর্য ঝরছে ঘাড়ে, চোখের ভিতরে মরিচিকা।
রঙিন শরবত বিক্রেতারা ডাকে,
'থেমে যাও বন্ধু, এই পথ কষ্টের, বিশ্রাম নাও…'
তারা জানে না,
আমি তো একবার
তোমার নিষ্পাপ ঠোঁটের কোনে
এক ফোঁটা শীতল জল দেখেছিলাম।
তা ছিল না কেবল জল!
তা ছিল শান্তি; ছিল বাঁচার চুপচাপ বাসনা।
আমি জানি, এ পথ কঠিন।
তবু থামি না।
কারণ, তুমি একদিন বলেছিলে,
'নিরুদ্দেশ মানেই হারিয়ে যাওয়া নয়…'
ভোর ৪.৫৪
১০ জুন ২০২৫
শুকতারা, বরিশাল।