পৌষের জ্বর নিয়ে প্রিয়া গভীর ঘুমে!
তাই রজনী কাটছে মারাত্মক অনুরাগে
যখন নিত্যদিনের রুটিন ভাঙে
প্রেমহৃদয়ে বিরহের গান জাগে


এমন মিষ্টিবিরহে বুকের মধ্যে প্রশান্তি বাড়ে
কারন, প্রেয়সী আজ ঘুমিয়েছে আগেভাগে
এই ভাবনায় মানসিক অশান্তি দূর করে
প্রেমের সড়কে ফের হাঁটছি অগ্রভাগে


মোহমায়ার শহরে হাঁটতে গিয়ে দেখি
বিরহের অনুকষ্টে ভরা প্রেমের সড়ক
হালকা আলোয় ঝাপসা চোখে পড়ে
ডাস্টবিনের আশপাশে ‘বিরহের মরক’।


‘অনিচ্ছায় দেয়া বিরহও ভালো লাগে না, প্রিয়া’!


রচনাকাল: রাত্রী ৩.১৪
১৮ ডিসেম্বর ২০২০
পিনিউজ২৪.কম, বরিশাল।