ভুলের মাসুল দিতে গিয়ে আবার করি ভুল
তাই'তো ভুলের হল পাহাড়
পালিয়েছে নিদ্রা-আহার
ছেড়ে গেল সুখ পাখিটা হারালাম দু'কূল
ভুলের মাসুল দিতে গিয়ে আবার করি ভুল।


ভালবাসার প্রাণ রয়েছে তাইতো ফোটে ফুল
ভ্রমর যখন প্রথম বসে
স্বর্গসুখে হৃদয় হাসে
সীমার মাঝে আসীম খুজে শঙ্কা হয় নির্মূল
ভালবাসার প্রাণ রয়েছে তাইতো ফোটে ফুল।


তোমার মেথীমাখা অলোকরাশি ভুলায় আজো মন
খোলা চুলে আসতে তুমি
আন্দোলিত হৃদয় ভূমি
নির্ভার হয়ে বয়ে যেত আমাদের সেই ক্ষণ
তোমার মেথীমাখা অলোকরাশি ভুলায় আজো মন।


বাসের সিটে দেখি যখন যুগল প্রেমিক জন
কাঁধের উপর রেখে মাথা
সুধায় তারা মনের কথা
স্মৃতির পোকা দংশে মোরে বুকে হুতাশন
বাসের সিটে দেখি যখন যুগল প্রেমিক জন।


চলার পথে পড়লে চোখে প্রেমের লুকোচুড়ি
আদ্র হয়গো নয়ণ যুগল
প্রাণ পাখিটা হয়'রে পাগল
এ ধরাধাম ছেড়ে আমি নীল আকাশে উড়ি
চলার পথে পড়লে চোখে প্রেমের লুকোচুড়ি।


সুতোর টানে উড়ছে দেখ নানান রঙের ঘুড়ি
হোঁচট খেয়ে আবার ওঠে
কখনো'বা উর্ধ্বে ছোটে
সুতো- ঘুড়ির জীবন খানির নেই'তো কোনো  আড়ি
সুতোর টানে উড়ছে দেখ নানান রঙের ঘুড়ি।


ক্লান্ত দেহে হার না মেনে আসতে আমার কাছে
আমার মাথায় মাথা ঠুকে
হাসতে তুমি স্বর্গসুখে
তাই তো ভুলে রই অপেক্ষায় আসবে তুমি পাছে
ক্লান্ত দেহে হার না মেনে আসতে আমার কাছে।


মেঘ-রৌদ্ররের ভালবাসা কতক্ষণ আর বাঁচে
মোর গোধুলী নামলো যখন
তোমার পথও ঘুরলো তখন
নগ্নপায়ে ছুটছি আমি সম্মূখে কি আছে
মেঘ-রৌদ্ররের ভালবাসা কতক্ষণ আর বাঁচে।