ফের যদি আসি বন্ধু তোমার জন্যই আসবো
যত দূরে রও'না তুমি, তোমায় ভালবাসবো।
তোমার হাতটি ছোঁয়ার জন্য করতে হলে ছল
সাতটা সাগর পাড়ি দিব, তুলবো নিলোৎপল।
ভাংতে যদি হয়'গো বেড়া, কাঁটবো কাটা তার
প্রেম আর যুদ্ধে নেই তো নিয়ম প্রাণ হলে হোক বার।
চক্রবুহ্য থাকবে জানি, রইবে রাঙা চোখ
ভাল-মন্দ শত কথা বলবে হাজার লোক
আমি অর্জুন হবো নতুন যুগের, ধরবো ধর্ণুবান
তোমার হাসির জন্য বন্ধু বিসর্জিব প্রাণ।


ফের যদি'গো আসি বন্ধু তোমার জন্যই আসবো
বাঁধা যতই আসুক বন্ধু তোমায়  ভালবাসবো।
তোমার কেশের স্পর্শ পেতে বাতাস  আমি হবো!
জীবন হাটে সওদা করে তোমার পাশেই রব।
তোমার রথের চাকা হয়ে ঘুরবো দেশান্তর
তোমার জন্য লড়বো আমি,  যুদ্ধের'ই প্রান্তর
আমি কণ্ব হবো নতুন যুগের, ধরবো ধর্নুবান
তোমার তরে সাপে দিলাম  আমার পাগল প্রাণ।
ফের যদি'গো আসি বন্ধু,  তোমার জন্যই আসবো
যে গ্রহতে রওনা তুমি, তোমায় ভালবাসবো।।