আর যদি'গো না আসি তোর দেশে
ঠক-প্রতারক বলবি আমায়? বলবি ভালবেসে?
সময় মানুষকে সাধু করে, সময়ই করে চোর
দুঃখের রাতি দীর্ঘ হলেও উঠবে ফুটে ভোর।আমিতো অভিমানী গুমরে কাঁদি নিজের ভেতর নিজে
তুইতো ফুলের দেশে মানুষ এথায় সুখ পাবিনা খুঁজে।


আর যদি'গো নাহয় দেখা তোর আর আমার সনে
অভিশাপ দিবি আমায়? বকবি মনে মনে?
তোর বিশাল বড় স্নেহের কাছে আমি মাত্র তৃণমূল
আমার প্রতি ভালবাসা তোর জীবনে বিরাট বড় ভুল।
আমিতো পারিযায়ী, উড়তে থাকি এধার থেকে ওধার
তুই পাবিনে আমার নাগাল যতই হবি বার।


আর যদি'গো নাহয় কথা তোর আর আমার সাথে
মেঘের সনে বলিস কথা পূর্ণিমার'ই রাতে।
আমি গ্রহের বুকে কানটি পেতে শুনবো তোর'ই কথা
যদি আমি না'দেই সাড়া পাসনে মনে ব্যাথা।
হয়ত আমি আসবোনা আর তোর ফুলের ভ্যালীর দেশে
ক্ষোভ-অভীমান ঝেড়ে ফেলিস শেষ জীবনে এসে।।