এ কোন চাঁদ উঠেছে
বাংলার আকাশে
সবাই তাকে জাতির পিতা জাতির পিতা বলে,
ও-ভাই সবাই তাকে জাতির পিতা জাতির পিতা বলে।


শাসন শোষণ দেখে এসে
মায়ের কানে কানে বলে,
এই দেশটাকে স্বাধীন করলে, কেমন হবে কেমন হবে
বল মা, কেমন হবে।


জেলের শিকল পরেছি হাতে
এই দেশটাকে ভালোবেসে,
তারপরও তার চোখে কেন, অশ্রু আসে অশ্রু আসে
বল মা, কেন অশ্রু আসে।


৫২-র পর ৭১ এলো
বংলার জনগণ তোমায় বললো,
এই দেশটাকে স্বাধীন কর, আমরা সবাই রক্ত দিবো রক্ত দিবো
বুকের তাজা রক্ত দিবো।


এবারের সংগ্রাম  মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রামস্বাধীনতার সংগ্রাম
কথাটি যখন তোমার কষ্ঠে এলো,
বীর বাঙ্গালী অস্র ধরলো এ দেশ তখন স্বাধীন হলো স্বাধীন হলো
তোমার জন্য স্বাধীন হলো।


মুজিব শতবর্ষ