আকাশকে সাজিয়েছো তুমি তারা দিয়ে
সমুদ্রকে সাজিয়েছো তুমি জল দিয়ে
আর, মানুষকে সাজিয়েছো তুমি মন দিয়ে
দয়াল, তোমার সৃষ্টির বিবরণ দিবো আমি কেমন করে,


সূর্যকে aতুমি  জ্যোতি দিয়েছো
চন্দকে তুমি তার হিসাব রাখতে বলেছো
আর, মানুষকে তুমি শ্রেষ্ঠ বলে ঘোষনা করে দিয়েছো
দয়াল, তোমার সৃষ্টির বিবরণ দিবো আমি কেমন করে,


নিষ্পাণ মাটিকে তুমি জীবনী শক্তি দিয়েছো
উদ্দ আকাশে তুমি বিজলীর চমক দেখিয়েছো
আর, পৃথিবীর সব প্রাণীকে তুমি প্রতিবাদ না করার জন্য বলেছো
দয়াল, তোমার সৃষ্টির বিবরণ দিবো আমি কেমন করে,


গাছের মাঝে তুমি ফুল-ফল দিয়েছো
বৃষ্টি দিয়ে সৃষ্টি কুলকে তুমি বাঁচিয়ে রেখেছো
আর,  স্নেহ মমতা দিয়ে পৃথিবীকে তুমি ভরিয়ে রেখেছো
দয়াল, তোমার সৃষ্টির বিবরণ দিবো আমি কেমন করে,