বাবা যখন ছিলো পাশ্বে
মা, বলে ডাকতো আমায়
চোখের জল থেমে যেতো
মাথা হাত দিয়ে যখন আদর দিতো।


সেই ভালোবাসা গেলো কোথায়
বলনা মা তুমি আমায়,
বাবার মতো হাত বুলিয়ে আমায়
আদর করার দিন গেলো কোথায়।


আয় মা, দেখে যা
কত সুন্দর করে ডাকতো আমায়,
ঐ দিন গুলি ফিরে পেতে
অনেক বেশী ইচ্ছে হয়।


বাবার হাসি মাঝে শাসন ছিলো
কথার মাঝে সকল আদর ছিলো,
সেই আদরের ছোঁয়া ফিরে পেতে
আজি খুব ইচ্ছা হয়।


লুকোচুরি খেলতে গিয়ে
মায়ের বকুনি যখন আসতো তেড়ে,
ছুটে  যেতাম বাবার কোলে
স্বর্গ সুখ যেন সেথায় ছিলো।