আজ আর কোন অভিযোগ নেই
আজ শুধুই ভালোবাসা দিন
আজতো কাছে আসবার দিন!
না কনো অজুহাত দার করবোনা
ভালোবাসা কাছে আসা এই নিয়ে চলে যাবে রাতদিন!
প্রিয়তমা আমার তোমার আসবার কথা আমাদের মিলনমেলায়;
এই জীবন সংসার কিংবা ফেলে আসা আমাদের সেই দিনগুলো যেখানে লুকিয়ে থাকে অনুযোগ অভিমান.
তবুও অপেক্ষায় থেকে একটু প্রশান্তি চাওয়া কিংবা অন্যদিকে অভিমানে চুপ করে বসে থাকা...
অনুযোগ অভিমান যদি না থাকলে তবে ভালোবাসা হয় কি?
ভালোবাসায় সব থাকাই যে ভালোবাসা বহিপ্রকাশ।
প্রিয়তমা মনে পরে আমাদের কালো পাহাড়ের কথা সেই এমসি কলেজে শহিদ মিনারের পাদদেশে  বসে একটা নতুন আশায় স্বপ্নের জাল বুনে যাওয়া?
সে রক্তাত তিলক না কি সব ভুলেই ভালো থাকার জন্য নতুন অপেক্ষা করা!