সুনন্দিতা
আজ কি তবে লাগলো বিরহী বাতাস লাবণ্যময়ী;
কতটা ব্যস্ততা থেকে তুমি সুখি হতে পার,
কতটা পথ হেটে জয়ি হতে পার
জীবন জয়ের গানে!


অবিনাশী ভালোলাগা আজও কি
তোমায় স্পর্শ করে?
শুভমুহুর্ত পেতে এখনো কি ব্যাকুলতা
পেয়ে বসে অবিরামভাবে?


নিবিড়ভাবে কাছে আসে
তোমারি প্রিয় অরিন্দম!
নাকি সব ভুলে এই সময়ের জীবন যুদ্ধ করে যাও আমাদের প্রাণের সুখে।


শান্তিময় অনুভূতি কখনই কি আসে
চুপিচুপি তোমার জীবন উপভোগে
যদি তুমি তাকে নাই ডাকো;
যে গান তুমিই অরিন্দমের কবিতায় সুর দিয়েছিলে
সে গান আজ প্রান্তিক মানুষের মুখে মুখে
তোমারি সুরে তারাও গান গায় চির আপনকে জয়ে।


লাবণ্যহীন দেশমাতৃকা কখনো কখনো দুঃখ হয়ে আসে অরিন্দমের
তোমাকে আশান্বিত করে তার কবিতায়!
গানে আর
প্রাণের ব্যাকুলতা বুঝেই অরিন্দম তোমাকে ডেকে উঠে
চিরলাবণ্যে সুনন্দিতা।


আজ কেন তুমি জয়ের পথে কাঁটা দেখলে?
শিউলী ফুলের বিছানো পথে অরিন্দমই সাজিয়ে রাখে এই পথ এই আগামী।


সুনন্দিতা
ভয় পাও
যে ভয় তোমাকেই লুকিয়ে রাখে প্রগাঢ় অন্ধকারে
আর কেনইবা লুকিয়ে থাকো
সে কথাও জানতে চায় অরিন্দম ও তার কবিতা !