অগ্নি তৃষ্ণা বয়ে চলে শরীরে;
কবিতার শরীরে শরীরে ভালোবাসার গন্ধ,
কবি বলে:
এসোনা কাছে
থেকো দূরে-কবিতা
তুমি এলেই যে বয়ে যায় শ্রাবণধারা
কবি ও কবিতা।


পরাজয় মেনে কিন্তু জয়ী হওয়া যায় কবিতা!
ভালোবাসায় যদি পরাজিত না হয়ে থাক,
তাহলে কাকে বলবে ভালোবাসা!
ভালোবাসায় পরাজিত হলে জয়ী যে শুধুই ভালোবাসা।


তোমাকে আবিষ্কারে লুকায়িত কবিতায়
যেখানে কবি জয়ী
অবিরাম শুদ্ধ জল
তুমি কবিতা জাগ্রত চেতনার অনবদ্য উচ্চারণ,
হোক না সে জল একফোঁটা!
তৃষ্ণার্ত কবি আজ আর নেই তৃষ্ণার্ত; এখন কবি আর কবিতা দুজনই তৃষিত প্রশান্ত।


কবিতার মোহে কবিও ছুটে যায় অনন্ত পথে
আবেগি হাতে ছুঁয়ে গেলে পরাজিত হতে বাধা নেই
এ কথা লিখে যদি কবিতা সুখি হত
তবুও ছুটে অবিনাশী পথে কবি আর অন্তহীন পথের শেষ প্রান্তে অপেক্ষায় কবির প্রিয় কবিতা।


.................
সাপটানা সড়ক,
বাহাদুর মোর
লালমনিরহাট।
২৬.০৬.২০২০