আজকের দিন ছিল অনেকগুলো দিন থেকে আলাদা হতে এসেছে !
তুমি আসবে বলে কী নীলাম্বরী!
বৈশাখী বাতাসে থেমে থেমে নীল আকাশে সাদা আর কালো মেঘের ভেলায়
মনে হয়  তুমি আসো সবুজময়তায়
প্রগাঢ় আবেগে
আসে প্রেম কামনার চৈতণ্যে
আজ কোন বিরহবেদনা কিংবা
বাতাস দোলা দেয়নি।
ভালোবাসার অমরকাব্যে তুমি এসেছো
হৃদয়ের না বলা কথা স্পন্দিত আকুতি মেটায় বিশ্বাসে এযেন প্রেমিক তার কাংখিত।
স্পর্শে জাগার প্রগাঢ়তা ভালোলাগা, আগামীর নতুন কোন স্বপ্নময় রাতে যে রাতে তুমিই আমার স্বপ্নের বীজ বপণ করেছিলে।
জীবনের কোন শুভময় কাজে কিংবা জীবন জয়ে যে কোন প্রান্তিক জনগোষ্ঠী শেষ লাইনে দাঁড়িয়ে থাকে একজন মানুষ
আমি ঠিক সেই মানুষের প্রতিনিধি হয়ে আজ তোমায় আবিস্কার করি পরম সুখে।


অসমাপ্ত