আজ তোমাকে অন্যরকম ভাবে
আবিষ্কার করলাম মহারাণী;
আলিঙ্গনে তোমাকেই আলিঙ্গন করি
পরাজিত হতে ক্ষতি নেই,
যদি জয় করে থাকি পরম সুখে দুখে।


নানারকম রঙে
বসন্ত নেই, অথচ মনের মাধুকরী বসন্ত পেয়ে বসেছে মনে!
প্রগাঢ়ভাবে যখন জড়িয়ে ধরি
শিহরণ জাগে শরীরের প্রতিটি শিরায়।


কতনা রঙ মেখে এসেছো তুমি
লুকায়িত চাওয়া পাওয়ার কাছে
এই রঙ হৃদয়ের!
আজ আর কোন অজুহাত মানবেনা মন,
এঁকে দেবে তোমার শরীরে লাল রক্তমাখা সিঁদুর! রক্তাক্ত তিলক
আজ হবে আরো লাল
সুন্দর করে আঁকবে আলপনায়
তোমাকেই বড় বেশি ভালোবেসে...


তুমি অসাধারণ কবি ও কবিতার রাজ্যে
অদ্বিতীয় মনমাধুরী
অনুভবের দ্বার খুলে দেবে অপরূপ তোমার শরীরের প্রতিটি ভাজ
আমি মুগ্ধ হয়ে আজ না হয় তোমাকেই আবিষ্কার করবো
কবিতায় চয়নে
প্রদীপ্ত হৃদয়ের পূর্নতায়।।