তবুও বসন্ত আসে আসে ভালোবাসা
মন হয়ে যায় বিরহী, আসে স্বপ্ন
তোমাকেই বড় ভালোবেসে, যেখানে জয়ী ভালোবাসা।
তবুও আসে বসন্ত
জাগে বাসন্তি রাতের পূর্ণিমা
তুমি এসেছো বলে নীলাঞ্জনা,
প্রেম আর প্রীতিতে ভরে উঠে মন
উদাসী কোকিলের বিরহী সুরে গানে
হয়তো আজ রাতে কবিও উদাসী
লিখে কবিতা...
আজ তবে কি নীলাঞ্জনা তুমি কবির
কাব্যের কাব্যের নায়িকা!