আজকের জোছনায় ভিজেছ কী সুনন্দিতা?
সারা আকাশ ছিল আলোকময় যদিও
আমি ছিলাম একা! শুধুই একা!
বিরহী বাতাস আমাকে কাঁদায়, একটা উৎসব করবো বলে কতনা অপেক্ষায় ছিলাম।
অপেক্ষাতো দেখিয়েছিল স্বপ্ন ভালোলাগা, ভালোবাসা, বিশ্বাসের-
তুমিইতো সেই স্বপ্নের বীজ বপণ করেছিলে ভালোবেসে।
তুমি নেই ভাবতেই যেন প্রগাঢ় অন্ধকার আমাকে ঘিরে ধরে যে এ এক অমাবস্যা শুধুই কাল অন্ধকার!
তবুও আমি পূর্ণিমা দেখি হয়তো ভেজার মিছে চেষ্টা করি জোছনার প্লাবনে...।
পূর্ণিমা এলেই কেন যে ভিজতে ইচ্ছে করে ভেবেই পাইনা সুনন্দিতা!
আজকের আলোকময় পূর্ণিমার মত সেই রাতও পূর্ণিমা ছিল-
যেদিন তুমিই আমাকে দেখিয়েছিলে
জোছনার প্পাবন
ভিজিয়ে ছিলে ভালোবাসার ছোঁয়ায় জোছনায়
আমিতো ভুলে যেতে পারেনি সুনন্দিতা?
তাহলে কেন তুমি সব ভুলে গেলে!
সেই স্বপ্নের কথা ভালোবেসে হৃদয় স্পর্শ করার কথা?
বিশ্বাসে আলিঙ্গণে হৃদয়ের কাছে আসা?
নাকি সব কিছু ভুলে ভালো থাকবার অভিনয় করা?
কেন যানি বলি আজ এই জোছনাটা অসাধারণ ছিল, ছিল জোছনার প্লাবন, শুধু ছিলেনা তুমি
আর আমি ছিলাম একা,শুধুই একা...
তবুও কেন জানতে উচ্ছে করে আজকের জোছনায় ভিজেছিলে কী সুনন্দিতা।।