(প্রিয়কবি নির্মলেন্দু গুণ চরণকমলেষু)


আকাশের ওপারে আর কিছু নেই,
সাদা চোখে সব কি আর দেখা যায়?
স্বপ্ন আছে বলেই স্বপ্ন দেখে স্বজন,
প্রিয়জন, প্রিয়তম, প্রিয়তমা।


কবি আকাশের দিকে তাঁকিয়ে অনাবিল ভাবনার মধ্যে একটা চমৎকার অনুভূত অনুভব করে।


কবি কি সাদা চোখে দেখে সব দেখেন
কিংবা সৃজনশীল লালন-পালনে
খুঁজে পায় চির আপনজনের
আত্মচেতনা আত্মচিৎকারে--
পরাজয় বরণ করে অবিনাশী কাব্যের
অনন্ত খেলায়।


নীল আকাশ সাদা মেঘ নীলাম্বরীর
এলোমেলো চুলে চোখে চোখ রেখে স্বপ্ন দেখায় কবি ও কবিতার অনবদ্য চিত্তে।


আকাশের পরে আর কিছু নেই;
সাদা চোখে কি সব দেখা যায়?
শুধুই কবি কবিতার শরীর ছুঁয়ে দেখে
রূপসী ললনাপ্রিয় সেই প্রিয়তম নারী
যে কবি ও কবিতাকে বড়ো বেশি ভালোবেসে
সংসারবিবাগী হয়েছিল।


সে এখন দুই সন্তানের জননী
সুদুর পরদেশে
সংসার খুঁজে সংসারী হবার চেষ্টা করছে।