অলস সময় যদিও একা
যায় দিন সুখ আর দুঃখে
ফিরে আসে প্রেম লুকায়িত কামনায়
ইচ্ছেরা যদিও লুকায়না শরীর থেকে শরীরে।
এখানে পরাজয় আছে,
আছে রক্তার্ত নীল কিংবা লাল গোলাপ;
অভিযোগ অনুযোগ সময় বড় নষ্ট মনে হয় তবুও আছে স্বপ্ন বেঁচে থাকার আকুতি!
প্রেম কিংবা বিরহ বাতাসে তুমিও অবিনাশী প্রেমের আগমনি গানে জাগাও ভালোবাসা শরীরের প্রতিটি কোন।
অলস সময় কাটেনি বলে লিখে কবিও দু একটি কবিতা  নিজের চাওয়া পাওয়ার জন্য।
আজ উদাসী সন্ধ্যা একাকিনী কল কবিতা আসে প্রেমিকারূপে আপনকে জয় সৃজনে নায়িকা কাব্যিক রূপে।