এখানে-
অমাবস্যা নিগূঢ় কালো অন্ধকার জ্যোৎস্না আলোহীন এখানে-
স্বপ্নহীন মানুষ লোকালয়,
এখানে মানুষ খুঁজে মানুষের কাছে।
এখানে-
মুক্তির বদলে শৃঙ্খল দুঃস্বপ্ন আসে অমাবস্যার রাতে,
এখানে-
নিদারুণ কষ্টগুলো চাপিয়ে দিয়েছে ইচ্ছে করেই।
এখানে-
শান্তির পায়রারা উড়েনা শকুনিরা মুক্ত পরিবেশে রাজত্ব করে, পশুত্ব দেখায় নির্লজ্জ।
এখানে-
জেগে থাকে নরপিশাচ বুকের ভেতর বসিয়ে দেয় কৃষ্ণপক্ষ, নিষিদ্ধ হয় নিঃশ্বাস লণ্ডভণ্ড করে প্রশ্বাস, অমাবস্যা গিলে খায় চাঁদ।