তুমি কোন পথ ধরে চলে যাও কবি
মেঠোপথ কাদামাটি জল যেখান হেসে উঠে কুয়াশা ঘেরা সকাল নাকি শেষ বিকেল বেলা?
ও কবি আমায় নেবে কি তোমার সাথে?
তুমি কোন পথে হেটে যাও হে কবি
যে পথে থাকে শান্তি সুবাতাস প্রগতি জন্য অপেক্ষায় থাকে প্রান্তিক মানুষ।
ও কবি আমায় নেবে তোমার সাথে হে কবি
মানুষে মানুষে হিংসা নেই ধর্মের নামে নেই রাজনীতি নেই সে গ্রামে আমায় নেবে কি কবি?
ও কবি শুনে যাও একটু দাঁড়াও!
তুমি কোন পথ ধরে চলে যাও কবি
মেঠোপথ কাদামাটি জল যেখান হেসে উঠে কুয়াশা ঘেরা সকাল নাকি শেষ বিকেল বেলা?
ও কবি আমায় নেবে কি তোমার সাথে?
সাম্যের গানে যে শহরের মানুষ ঘুম থেকে উঠে রোজ সকালে সে শহরে আমায় নেবে; ও কবি নেবে না?
কবি মহাশয় আমি তোমার সাথে যাব নিয়ে যাও মোরে।।
তুমি আসবে বলে আমি যে অনাদিকাল হতে অপেক্ষায় আছি! আমারে নেও কবি নিয়ে যাও:
আমিও শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে চাই তোমার সাথে।
ও কবি আমারে নেবেনা? নিয়ে নাও কবি;
তুমি কোন পথ ধরে চলে যাও কবি
মেঠোপথ কাদামাটি জল যেখান হেসে উঠে কুয়াশা ঘেরা সকাল নাকি শেষ বিকেল বেলা?
ও কবি আমায় নেবে কি তোমার সাথে?