(নিবেদিতা হালদার-কে নিবেদন)


বসন্ত নেই মনে
তবু আসে ঋতুর পরিবর্তনে
ভালোবাসার ফুল ঝরে গেছে আগাম ঝড়ে!
সবকিছু আছে আগের মত
শুধু নেই তুমি মহারাণী;
প্রিয় রঙ সবুজময়তায়
ছায়াঘেরা সেই রেললাইন
আগের অবস্থানেই আছে
শুধু তুমি নেই মহারাণী ;
অবিনাশী প্রেমে যেমন জয়ী হবে মানুষ
জয়ী ভালোবাসা
স্বপ্ন দেখা
শেষ রাতের সাহসী স্বপ্নের মতো
স্বপ্ন দেখেছিলাম আমরা দুজন।


সেই জ্যোৎস্নার প্লাবন
মধ্যেরাতে সুপূর্ণিমাকে অনুভব করে
অবিরাম রাত জাগা
শিউলী গাছের তলায় দাঁড়িয়ে একটু একটু করে ছুঁয়ে দেখা
সেই শিউলী গাছের তলায় দাঁড়িয়ে এখনো থাকি
এখনো উৎসব সাজাই
যদিও তুমি নেই;
শিউলী ফুল কুড়ায় পূজারীরা
সব স্মৃতি
সে এখন অতিতের স্মৃতি বহন করে আমাদের ভালোবাসার।


আমি আছি আগের মতো
আর তুমি অনেক বদলে গেছো
পরিবর্তন হয়তো
করেছো নতুনের আবরণে!
আর আমি
হয়তো রয়েছি সেকালের যা প্রথম দেখায় দেখেছিলে!


তুমি বলেছিলে ভালোবাসা
কোন স্থায়ী আসন নয়:
আমি  বলেছিলাম, সব কিছু পরিবর্তন  হলেও থাকবো অনন্তকাল
তোমারই অপেক্ষায়।


সব রঙ ফুরিয়ে যায়-
সবুজ থেকে সবুজময়
কিন্তু আছি এখনো অপেক্ষায়
হয়তো আছি চিরসবুজময়।।


-----♥----


সম্পাদনা
সাপটানা সড়ক বাহাদুর মোড়
লালমনিরহাট-৫৫০০
০৫.১২.২০২০