রাত জেগে জেগে আমি চাঁদকে দেখি
অবলোকন করি তাঁর সৌন্দর্য
হৃদয় হারিয়ে জেতে চায় অনাবিল সৌন্দর্যে
চাঁদকে সাজিয়েছি সৃষ্টির আলপনায়
কখনো কখনো ওর আলো আমায় আলোকিত করতো।
আজও চাঁদ দেখব বলে বেরিয়েছি
আমি আলোকিত হব চাঁদের সৌন্দর্যে
অনুভব করবো তোমার স্পর্শ
বেরে যাবে রক্তের প্রগাঢ়তা
কিন্তু একি!
আকাশের দিকে তাঁকাতেই দেখি চাঁদ নেই!
কালো অন্ধকারে ঘিরে আছে সমস্ত আকাশ
তারারা হাতিয়ে কোনো এক অজানায়।
তবে কি আজ অমাবস্যা
অমাবস্যার অন্ধকারে কি ঢেকে গিয়েছে চাঁদের সুন্দর আলো?
আমায় চাঁদ আর আলোকিত করবে না
তোমার স্পর্শ অনুভব করতে দেবে না।।