আমি তোমার গ্রামে এসেছি
আমি তোমার গ্রামে...।।
চেনা শহর গ্রামের মেঠোপথ ধরে কাদামাটি জল যেখানে মিশে থাকে হৃদকমল সেঠোপথ ধরে চলি তোমার কথা বলি।
আমি তোমার গ্রামে এসেছি
আমি তোমার গ্রামে...।।
চিরচেনা মাঠ পেরিয়ে পার হই নদী গায়ের বধু কলসি কাকে ফিরে যায় ঘরে।
আমি তোমার গ্রামে এসেছি
আমি তোমার গ্রামে...।।
পলাশ শিমুল গাছে পাখির সুমধুর সুরে হৃদয় আমার আজ নেচে উঠে তোমার ভালোবাসার গানে।
আমি তোমার গ্রামে এসেছি
আমি তোমার গ্রামে...।।
কৃষাণীর হাসিমাখা মুখখানি দেখে এসে ফসলের মাঠে কৃষক কাজ করে ক্লান্তিহীন
গুনগুনিয়ে গানে প্রাণে আনে প্রাণ রোদবৃষ্টি ঝড়ে।
আমি তোমার গ্রামে এসেছি
আমি তোমার গ্রামে...।।
তোমার প্রাণে এনে দিতে প্রাণ হৃদয়ে যে বাধি ভালোবাসার গান।
আমি তোমার গ্রামে এসেছি
আমি তোমার গ্রামে...।।
এসো সখি এসো হাতে রাখি হাত ভালোবাসা দিয়ে তোমায় করবো জয় আজ বাধি দুজন সুখের ঘর থাকবো সেথায় জীবন ভর।
আমি তোমার গ্রামে এসেছি
আমি তোমার গ্রামে...।।