শেষ জানালাটাও দরজা বন্ধ
করে দিয়েছি
এই ঘরে আর  আলো আসবে !
এই ঘরে কোন আলো আর ঢুকতে পারবেনা
অন্ধকার ঘরে আমি একাই থাকব
অন্য কেউই আর থাকবে না।


আজকাল অন্ধকার বড় প্রিয়!
অন্ধকারেই হয়তো ভালো আছি
আলো থেকে দূরে
তুমিতো তাইই চেয়েছিলে তাইনা মহারাণী?


অন্ধকার বড়ো বেশি প্রিয় যখন
তোমাকে ছুয়ে দেখার অনবদ্য ইচ্ছা যদিও আর নেই মহারাণী
এখানে কেউ হয়তো অপেক্ষায় থাকবেনা
শুধু আমি এবং আমার কবিতারা ছাড়া।


কবিতার প্রগাঢ়তা খুঁজে ক্লান্ত হয়নি
কবিতারা আসে নিঃশব্দে আলো নিয়ে হাতে
অবিনাশী কবিতা প্রগাঢ়তা উপলব্ধি করি
বড়ো বেশি প্রয়োজন ভালোবাসার আলিঙ্গনে আবদ্ধ হয়ে কখনো মিছে স্বপ্ন দেখায়না
কবিতার মতো উচ্চারিত সুনিপুণ কাব্যে।


তোমরা যারা মিছে স্বপ্ন দেখাও
স্বপ্ন ভেঙে দাও প্রতিনিয়ত,
অভিনয় করো
পেশাদার অভিনয় শিল্পীর মতো!
তাদের কাছ থেকে দূরে থাকতেই
অন্ধকার বেছে নিয়েছি
অন্ধকারই ভালো।


এই ঘরে আর আলো আসবে না
কোন আলোর প্রয়োজন নেই আর
অন্ধকার বড়ো বেশি ভালো
এখানে কেউ নেই
আসবেনা কোন
আমি একা আর আমার
প্রিয় সঙ্গী এই অন্ধকার।।